একই সাথে দুটি ফসলের আবাদ

Posted by ছাদে চাষাবাদ,নগর চাষা on সেপ্টেম্বর ২৫, ২০২২ with No comments

 

 আমরা যারা সখের বশে ছাদে চাষাবাদ করি তারা কিন্তু চাইলেই জমির মতো একই সাথে একই ড্রামে দুটি ফসলের আবাদ করতে পারি ।  এক জন্য খুব একটা বেশি পরিশ্রম করতে হবে না । শুধু খেয়াল রাখতে হবে যে ড্রামে বা পাত্রে দুটি ফসলের আবাদ করা হবে তাতে যেনো পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা থাকে । যারা পাহাড়ি অঞ্চলের জুম চাষের কথা জানেন , তারা জানেন যে, জুম চাষ হচ্ছে , পাহাড়ের ঢালে আগাছা গাছপালা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে সেখানে একই সাথে ধান,যব,ভুট্রা,কলা ও অন্যান্য ফসলের আবাদ করা হয় ।  

আবার দুই ফসলি জমির মতো আপনি আমি চাইলেও একই ড্রামে দুই ফসল আবাদ করতে পারি ।  এর জন্য প্রয়োজন হবে , প্রথমে পাত্র নির্বাচন করা ।  একটি ১০০ লিটারের ড্রাম কেটে দুটি ভাগ করে নিতে হবে ।  সেই ড্রামে প্রথমে একটি পছন্দ মতো ফলে চারা লাগন । সেটিকে আদর যত্ন করে লালন পালন করুণ । চারাটি বড় হয়ে গেলে । অথাৎ চারাটি এক বছর অতিক্রম করলে অথবা প্রথম ফল উত্তোলনের পর । ড্রামের চারপাশ ভাল করে কুপিয়ে তাতে বাসা বাড়িতে  শাক সবজির ফেলে দেওয়া অংশ দিয়ে দিনে । এভাবে কিছু দিন পর সেগুলো সাথে শুকনো গোবর মিশিয়ে ভালো করে পাটি প্রস্তুত করে নিন ।

তারপর পুই শাখ , করল্লা,চিচিংগা  কিংবা অন্য কোন শাকের বীজ লাগিয়ে দিন । দেখবেন সেটা তরতর করে বেড়ে উঠবে । এ সময় ফল গাছের ডাল পালা হালকা করে ছেটে দিতে হবে । বিষয়টা খুব জটিল কিছু নয় ।