একই সাথে দুটি ফসলের আবাদ

  আমরা যারা সখের বশে ছাদে চাষাবাদ করি তারা কিন্তু চাইলেই জমির মতো একই সাথে একই ড্রামে দুটি ফসলের আবাদ করতে পারি ।  এক জন্য খুব একটা বেশি পরিশ্রম করতে হবে না । শুধু খেয়াল রাখতে হবে যে ড্রামে বা পাত্রে দুটি ফসলের আবাদ করা হবে তাতে যেনো পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা থাকে । যারা পাহাড়ি অঞ্চলের জুম চাষের কথা জানেন , তারা জানেন যে, জুম চাষ হচ্ছে , পাহাড়ের ঢালে আগাছা গাছপালা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে সেখানে একই সাথে ধান,যব,ভুট্রা,কলা ও অন্যান্য...