একই সাথে দুটি ফসলের আবাদ

 

 আমরা যারা সখের বশে ছাদে চাষাবাদ করি তারা কিন্তু চাইলেই জমির মতো একই সাথে একই ড্রামে দুটি ফসলের আবাদ করতে পারি ।  এক জন্য খুব একটা বেশি পরিশ্রম করতে হবে না । শুধু খেয়াল রাখতে হবে যে ড্রামে বা পাত্রে দুটি ফসলের আবাদ করা হবে তাতে যেনো পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা থাকে । যারা পাহাড়ি অঞ্চলের জুম চাষের কথা জানেন , তারা জানেন যে, জুম চাষ হচ্ছে , পাহাড়ের ঢালে আগাছা গাছপালা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে সেখানে একই সাথে ধান,যব,ভুট্রা,কলা ও অন্যান্য ফসলের আবাদ করা হয় ।  

আবার দুই ফসলি জমির মতো আপনি আমি চাইলেও একই ড্রামে দুই ফসল আবাদ করতে পারি ।  এর জন্য প্রয়োজন হবে , প্রথমে পাত্র নির্বাচন করা ।  একটি ১০০ লিটারের ড্রাম কেটে দুটি ভাগ করে নিতে হবে ।  সেই ড্রামে প্রথমে একটি পছন্দ মতো ফলে চারা লাগন । সেটিকে আদর যত্ন করে লালন পালন করুণ । চারাটি বড় হয়ে গেলে । অথাৎ চারাটি এক বছর অতিক্রম করলে অথবা প্রথম ফল উত্তোলনের পর । ড্রামের চারপাশ ভাল করে কুপিয়ে তাতে বাসা বাড়িতে  শাক সবজির ফেলে দেওয়া অংশ দিয়ে দিনে । এভাবে কিছু দিন পর সেগুলো সাথে শুকনো গোবর মিশিয়ে ভালো করে পাটি প্রস্তুত করে নিন ।

তারপর পুই শাখ , করল্লা,চিচিংগা  কিংবা অন্য কোন শাকের বীজ লাগিয়ে দিন । দেখবেন সেটা তরতর করে বেড়ে উঠবে । এ সময় ফল গাছের ডাল পালা হালকা করে ছেটে দিতে হবে । বিষয়টা খুব জটিল কিছু নয় ।